স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পালন করা হচ্ছে বিজয় দিবস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি কর্মসূচি। ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু।
পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রেসক্লাব হতে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, প্রতিযোগিতা, বিকেলে খেলাধূলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপি কর্মসূচি।