পিরোজপুর প্রতিনিধি;
২১ জুলাই(সোমবার) সকাল ১০ ঘটিকার সময়,পিরোজপুরের কাউখালীতে ডিডিএস ফাউন্ডেশনের আয়োজনে নারীপক্ষের সহায়তায় নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী সভা কাউখালী ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে,আলোচনায় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মতিউর রহমান,উপজেলা সমবায় অফিসার মোঃ অহিদুজ্জামান খান,নারী পক্ষের প্রকল্প সমন্বয়কারী কে.এ জাহান রুমী,নারী পক্ষের সদস্য রেহেনা সামদানী,প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, প্রকল্প কর্মকর্তা ফাতেমাতুজ জোবায়দা, প্রকল্প কর্মকর্তা তন্বী সোম সহ উপজেলা নারী এগিয়ে চলা প্রকল্পের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিডিএস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সুব্রত রায়। আলোচনায় প্রকল্পের সময়কালে কাউখালী উপজেলার তরুণ নারীনেতা নিজেদের মধ্যে নেটওয়ার্কের মাধ্যমে "নিরাপদ পরিসর" তৈরি হয়েছে,যাহাতে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময়,চিন্তাচেতনা আদান প্রদান করতে পারে।এছারাও বৈচিত্র্যময় জনগোষ্ঠির তরুণ নারীনেতাদের নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যতার ভিত্তিতে বৈচিত্রের প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীলতা তৈরি হয়েছে এবং সমাজে তরুণ নারীদের গ্রহণযোগ্যতা তৈরির ফলে প্রান্তিক পর্যায়ে তরুণ নারীরা পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।