মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুর নেছারাবাদ সোহাগ দল ইউনিয়নে গভীর রাতে ডাকাতের সঙ্ঘবদ্ধ দল দেশীয় অস্ত্র সহ মহড়া ও ডাকাতির চেষ্টা। অদ্য ০৮ অক্টোবর(মঙ্গলবার)রাত আনুমানিক ১ঃ২০ থেকে প্রায় এক ঘন্টা,নেছারাবাদ থানাধীন ২নং সোহাগ দল ইউনিয়নের ইন্দের হাট বাজারে, গভীর রাতে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালিয়ে কয়েকজনকে বেঁধে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে খবর পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে ডাকাতদল বাজারে এসে পাহারাদারদের বেঁধে ফেলে এবং রাস্তায় চলাচলরত কয়েকজন পথচারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ডাকাত দল বাজারের স্বর্ণকার পট্টির মেঘলা জুয়েলার্স দোকানের দুটি তালা ভেঙে ডাকাতির চেষ্টা চালায়।
ঐ সময় পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে, পরিস্থিতি খারাপ বুঝে ডাকাতদল একটি পাওয়ারফুল ইঞ্জিনচালিত ট্রলারে করে সন্ধ্যা নদী হয়ে পার্শবর্তী বানারীপাড়া উপজেলার দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশ কর্মকর্তা,বনি আমিন জানান, আমরা ডাকাত দলের খবর পেয়ে দ্রুত ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই, ডাকাত দল চলাচলের এলাকায় থাকা সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের ছবি সংগ্রহ করি,পরবর্তীতে থানায় একটি অজ্ঞাত নামা ডাকাতি মামলা করা হয়। আমি আশাবাদী শীঘ্রই ডাকাত দলকে ধরতে সক্ষম হব।