স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস- ২০২৫ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কংগ্রেসে সহায়তা করে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি।
কংগ্রেসের মূল লক্ষ্য ছিল-কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাত সম্প্রসারণ, কৃষিপণ্যে বাজারজাত করণ,খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি-তথ্য ও টেকসই প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করাও ছিল অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মতিন। প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোতালেব'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্দ্যান), সুবোধ চন্দ্র রায়, পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মামুন কবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ্য ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি। কৃষক স্কুলের মাধ্যমে মাঠ পর্যায়ে সরাসরি শিক্ষা প্রদান করা হয়। কৃষক কখন কোন সার বীজ কি পরিমান প্রয়োগ করবে তা শিখানো হয়। এছাড়া পার্টনার প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।