জেলা প্রতিনিধি পটুয়াখালী;
পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৪ জন 'হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর' গণের ওরিয়েন্টেশন সেশন গত কাল ১৮ জানুয়ারি ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশন সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী এবং সভাপতিত্ব করেন জনাব জুয়েল রানা, উপ- পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, পটুয়াখালী।
ওরিয়েন্টেশন সেশন শেষে যোগদানকৃত উক্ত হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণকে পদায়নের জন্য *লটারির মাধ্যমে* ইউনিয়ন পরিষদ তথা কর্মস্থল নির্ধারণ করা হয়।