পটুয়াখালী জেলা প্রতিনিধি;
কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আর এন পি এল) স্ক্র্যাপ শেডে ভ'য়া'ব'হ অ-গ্নি'কা'ণ্ড'র ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার পরে সাড়ে সাতটার দিকে প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আ-গু'ন লেগে যায়। আ-গু'নের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আ-গু'নে ওখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতি হয়ে গেছে। তবে অ-গ্নি'কা'ন্ড'র স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হ'তা'হতের খবর পাওয়া যায়নি।