মোঃ নুরুজ্জামান খোকন;পিরোজপুর প্রতিনিধি;
পিরোজপুর শংকরপাশায় বুধবার দুপুরে নিজস্ব বাড়ির ছাদ ভেঙ্গে চাপা পড়ে মানিক হাওলাদার নামে এক ব্যক্তির মৃতের খবর পাওয়া যায়।
১৩ আগষ্ট(বুধবার)দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় পিরোজপুর জেলা সদর ৭নং শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়িরতে ঘটনাটি ঘটে। জানা যায় ভিকটিম মানিক হাওলাদার (৭০) পিতা-মোঃ মৃত আবদুল খালেক হাওলাদার,পিরোজপুর।নিজ বসতবাড়ির গেটের ছাদ ভেঙ্গে মাথায় পরলে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হলে,উপস্থিত লোকজন ভিকটিমকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে দুপুর ২ঃ১০ ঘটিকায় মৃত ঘোষনা করেন,মৃত দেহের আইনানুগ ব্যবস্থ গ্রহন প্রক্রীয়াধীন রয়েছে।