মোঃ জহিরুল ইসলাম;
পিরোজপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে জেলা প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক এস এম আবু জাফরের নেতৃত্বে সংগঠনের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন এস এম সোহেল বিল্লাহ কাজল, অহিদুজ্জামান রাসেল, মুহাম্মদ নাসীর উদ্দীন, মোঃ শাহিন ফকির, এম এ নকিব নাছরুল্লাহ, নূরুজ্জামান খোকন, মোঃ জহিরুল ইসলাম, সাগর মৃধা, মেহেদী হাসান নয়নসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, অপরাধ দমন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।
সদ্য যোগদানকৃত পুলিশ সুপার পিরোজপুর জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।
অপরদিকে জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জনস্বার্থে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।