পিরোজপুর প্রতিনিধি;
পিরোজপুর জেলা সদরে অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে প্রতিনিয়ত বিভিন্ন শারীরিক প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা সহ হুইল চেয়ার, ট্রাই সাইকেল, ইলেকট্রিক ছরি, কমোড চেয়ার,ইত্যাদি দিয়ে থাকেন।
১০-১২-২০২৩ তারিখ রবিবার পিরোজপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রে, একাধিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল প্রদানকালে উপস্থিত প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলেন-প্রতিবছর ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়, যেখানে জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত থাকেন। তিনি আরো বলেন প্রত্যেকটি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের অনুমোদিত প্রতিবন্ধীকে সরকারের সহযোগিতা পৌছে দেওয়া হয়, যাতে করে একজন অসচ্ছল ও অচল প্রতিবন্ধী আমাদের সহযোগিতা ও সেবা থেকে বিতাড়িত না হয়। তিনি আরো বলেন জেলা ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানেই একজন প্রতিবন্ধী থাকুক না কেন সঠিক কাগজ পত্রের ভিত্তিতে পৌঁছে দেয়ার চেষ্টা চলমান থাকবে।
এছাড়াও প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের ডাক্তার সংগ্রাম কান্তি কুন্ডু - কনসালটেন্ট (ফিজিওথেরাপি) বলেন- শারীরিক প্রতিবন্ধী ছাড়াও ষ্ট্রোক,প্যালাইসিস রোগীদের প্রতিনিয়ত সন্তান ও পিতা-মাতার ন্যায় সযত্নে রোগীর শ্রেণীবিন্যাসে চিকিৎসা পত্র এবং পরামর্শ দিয়ে থাকেন, তিনি আরো বলেন- পিরোজপুর জেলায় চিকিৎসা সেবা ছাড়াও উপজেলা ভিত্তিক রোগীর সুবিধার্থে মোবাইল ভ্যান ভ্যানুর চিকিৎসা সেবা চলমান রয়েছে।।