প্রতিনিধিঃ মো: নুরুজ্জামান খোকন
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-২ আসনে মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী(র.) এর সুযোগ্য মেঝো সন্তান জননেতা শামীম সাঈদী নেছারাবাদে জনসংযোগ কর্মসূচী পালন করেন।
২৬ জুলাই (শনিবার)সকাল ৯ঃ৩০টা থেকে দিনব্যাপী নেছারাবাদ উপজেলা পরিষদে, উপজেলার সকল ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড সহ ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ। এ-সময় আরো উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ,জেলা সেক্রেটারী মো.জহিরুল হক,পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ হীল মাহমুদ,নেছারাবাদ ফোরামের সেক্রেটারী ও ঢাকা আদাবর থানা আমীর আলামীন সবুজ, উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রশীদ,পৌর আমীর মাওলানা জহিরুল ইসলাম, জননেতা কৃষ্ণকান্ত দাস,পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি হাফেজ আফজাল হোসাইন শোয়াইব ও স্হানীয় নেতৃবৃন্দ।
পরে তিনি উপজেলা আমীর ও ইউনিয়ন নেতৃবৃন্দ নেতৃত্বে জলাবাড়ী,সমূদয়কাঠী, কৃষ্ণকাঠী,সেহাংগল ইউনিয়ন বিভিন্ন এলাকা ও হাটবাজারে ব্যাপক জনসংযোগ করেন। সনাতনী ধর্মাবল্বী ও আপামর সাধারণ মানুষ তাঁকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। জন সংযোগকালে তিনি কয়েকটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমতা ও ন্যায্যতার ভিত্তিতে জুলুম, নিপীড়ন,সন্ত্রাস,লুটপাট ও ফ্যাসিবাদ মূক্ত সকলের সম্মিলিত একটি বসবাস উপযোগী রাষ্ট উপহার দিতে চাই।