পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর সহযোগিতায় "জীবনব্যাপী ডায়াবেটিস - Diabetes Across Life Stages" প্রতিপাদ্যকে সামনে রেখে "বিশ্ব ডায়াবেটিস দিবস - ২০২৫" উদযাপন করা হয়। শনিবার(১৫ নভেম্বর) এ উপলক্ষ্যে জেলা সদর হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতাল এর পরিচালক ডা.শিশির রঞ্জন,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.নিজাম উদ্দিন,
এসময় সদর হাসপাতালের অন্যান্য ডাক্তার ও নার্সবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সঞ্জয় মজুমদার, কর্মসূচি সংগঠক হাসানুল কবির ও মাঠ সংগঠক গোপাল দেবনাথ রনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিস বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
এর আগে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার পিরোজপুর এর সিভিল সার্জন ব্র্যাকের স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন।
উল্লেখ্য প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।