পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের পোরগোলা এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কার্যালয়ের যাত্রা শুরু হয়।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক সরদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ রুবেল সরদারের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কদমতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন শেখ, সহ-সভাপতি আব্দুর রহিম শেখ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল শেখ,কদমতলা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এস.এইচ সেখ হাসিব
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কার্যালয়টি মাইলফলক হিসেবে কাজ করবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জাতীয়তাবাদী শক্তিকে এই ওয়ার্ড থেকে আরও শক্তিশালী করতে হবে।" বক্তারা সকলকে ভেদাভেদ ভুলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।