কয়েক দিন পূর্বে জাতীয় দৈনিক অনলাইন পত্রিকা “যায়যায় সময়,” “বাংলার আলো” ও “বাংলাদেশের চিত্র”–এ “মঠবাড়ীয়া এসডিএফ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টি গোচর হয়, আমি উক্ত রিপোর্টের প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে, এসডিএফের কয়েকজন খেলাপি ও অসন্তুষ্ট সদস্য ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
এছাড়া, মঠবাড়ীয়া মৎস্য অফিসে প্রয়োজনীয় জনবল না থাকায় অবরোধকালীন সময়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক অস্থায়ীভাবে আমাকে (সাইফুল ইসলাম) কিছু দায়িত্ব অর্পণ করেন এবং অভিযানে অংশগ্রহণের নির্দেশ দেন। এটি ছিল সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের অংশ, যার সঙ্গে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির সম্পর্ক নেই।
তাই, প্রকাশিত সংবাদের প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যমকে সত্য যাচাই করে পরবর্তী সময়ে সংবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
মোঃ সাইফুল ইসলাম
ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসডিএফ
মঠবাড়ীয়া, পিরোজপুর