জাকারিয়া কাজী;স্টাফ রিপোর্টার;
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাছিরুল ইসলাম। সম্মেলনে বক্তারা বলেন, “ফরিদপুর-১ আসনে খন্দকার নাছিরুল ইসলামের বিকল্প নেই। তিনি জেল-জুলুম সহ্য করেছেন, নিজের পরিবারের ধন-সম্পদ বিলিয়ে দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন। যখন অনেকেই দলে কঠিন সময় এলে কর্মীদের ছেড়ে সরে গিয়েছিলেন, তখনও তিনি দল ছাড়েননি।”
সাধারণ কর্মীদের দাবি, আগামীতে তাকে ফরিদপুর-১ আসনে এমপি হিসেবে দেখতে চান।