আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
১৯ জুলাই২৫ইং ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে- এতে টেকনাফের জামায়াতে নেতা মোহাম্মদ ইসমাইল এর নেতৃত্বে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন সোহরাওয়ার্দী উদ্যানে। ইসমাইল বলেন, টেকনাফ পৌরবাসী ও জামায়াতে ইসলামী’র নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমাবেশকে সফল, প্রাণবন্ত ও ঐতিহাসিক রূপ দিয়েছেন। তিনি আরও বলেন, টেকনাফ পৌরবাসীর আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও উপস্থিতির জন্য আমরা আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে জামায়াতে ইসলামী’র সকল নেতা-কর্মীদের ত্যাগ, শ্রম ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।বাংলাদেশ জামায়াতে ইসলামীর টেকনাফ পৌরসভার সভাপতি রবিউল আলম বলেন,আপনাদের এই অংশগ্রহণ প্রমাণ করেছে টেকনাফের জনগণ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন তথা ইসলামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে অটল ও দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ সমর্থন ভবিষ্যতের সংগ্রাম, আন্দোলন ও ইসলামী সমাজ প্রতিষ্ঠায় নতুন প্রেরণা ও শক্তি যোগাবে।