ডেক্স রিপোর্টার ;
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী জেনারেল জনাব ডি এ পারভেজ সাহেবের পক্ষ থেকে দেশের সকল মানুষকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ,এবং দেশের জনসাধরনকে আর্তমানবতার সেবায় কাজ করার জন্য আহবান জানান,
মানবাধিকার কর্মী মানে নিজের খেয়ে অন্যের বনের মহিষ তাড়ানো কাজ করে যাচ্ছে মানবিক ও মানবতার সৈনিক মানবাধিকার যোদ্ধা মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করুন মানবাধিকার মুখে মুখে বললে হবে না।কাজ করে দেখাতে হবে। প্রথমে আপনাকে মানবিক ও মানবতার সৈনিক মানবাধিকার যোদ্ধা মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। অসহায় এতিম ও গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই না মানবাধিকার, আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ায়ে সাহায্য করি, মনে রাখবেন সেবাই ধর্ম সেবাই কর্ম সেবাই ঈশ্বরের এবং আল্লাহর পাকের এক মাত্র এবাদত। মানুষ কে ভালো বাসুন।
বাংলাদেশ হিউম্যানরাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ডি এ পারভেজ। সবাইকে ঈদ মোবারক।