মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি
বান্দাইখাড়া এলাকায় গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ধরণের ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির মেরামতের কাজ শুরু না হওয়ায় সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে করে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত রাস্তার মেরামত কাজ শুরু করার আহ্বান জানানো হয়েছে। তাঁরা বলেন, “এই রাস্তা আমাদের চলাচলের প্রধান পথ। তাই রাস্তাটি দ্রুত কাজ করার জন্য আহ্বান করছে এলাকাবাসী