পিরোজপুর প্রতিনিধি;
অদ্য ০৫ মে ২০২৫ তারিখ, সকাল ৯ঃ৩০ ঘটিকার সময়, পিরোজপুর জেলায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা শাখা সভাপতি অহিদুজ্জামান ওহীদের সভাপতিত্বে দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন। উক্ত কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন:-
মিনাল কান্তি রায়, প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও দায়রা জজ আদালত, পিরোজপুর। আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা, চীফ জুডিশিয়াল আদালত, পিরোজপুর। হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা। সোহেল হোসেন রানা, নাজির, জেলা ও দায়রা জজ আদালত, পিরোজপুর।
মোঃ মাসুদ খান, নাজির, চীফ জুডিশিয়াল আদালত, পিরোজপুর সহ বিভিন্ন কর্মচারীগণ। বক্তব্যে বক্তারা অতি দ্রুত তাদের দাবি আদায়ের জন্য বর্তমান অভ্যন্তরীণ সরকারকে আহ্বান জানান। দাবিগুলোর বিষয়ে বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধীনস্থ আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা। বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধ প্রণয়ন করা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন দীর্ঘদিন পর্যন্ত তাদের দুই দফা দাবি আদায়ের জন্য সারা দেশব্যাপী আন্দোলন করে আসতেছেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন।