শেখ সাজিদুল হক রাজৈর:উপজেলা প্রতিনিধ;
মাদারীপুর রাজৈরে ঢাকা বরিশাল হাইওয়ে রাজৈর বাসস্টানয়ের পূর্ব পাশে গড়ে উঠেছে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল। বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানের। এডমিন অফিসার পলাশ চন্দ্র শীল।০৭/১০/২০২৫ ইং ফ্রী ৩০ জনকে ছানি অপারেশন, চিকিৎসা সহ চশমা প্রদান করেন।০৮/১০/২০২৫ ইং ছুটির সময় দিক নির্দেশনা দেন লাবনী আক্তার ও এডমিন অফিসার পলাশ চন্দ্র শীল। ছানি অপারেশন করেন ডাঃ হামিদা আক্তার কর্নিয়ার, ট্রমা ও ফ্যাকো সার্জন।