মোঃ ফয়সাল হাসান; উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি;
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছালাম ওরুফে ছালেম সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার তাঁর নিজ গ্রামে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী গার্ড অব অনার প্রদান শেষে জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে ছালেম সরদার একজন সাহসী যোদ্ধা হিসেবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ মাতৃভূমি রক্ষার জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন এবং দেশের স্বাধীনতার জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেন।
তার জানাজায় উপস্থিত ছিলেন আবু সালেহ মোহাম্মদ হাসনাত উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা । এছাড়া আরো উপস্থিত ছিলেন শারমিন আক্তার রিমা সহকারী কমিশনার ভূমি। স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গ্রামের সর্বস্তরের জনগণ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন। এসময় তাঁকে শেষ বিদায় জানাতে উপস্থিত মানুষের চোখে অশ্রু ছিলো।
দেশের জন্য নিবেদিতপ্রাণ এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।