মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাটখালী বাজারে ৩নং পুটিখালী এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফয়সেল, মজিদ জব্বার, শহিদুল হক, বাবুল আলী, আজিম বাবুল, এডভোকেট নজরুল ইসলাম কাজলসহ দৈবগঞ্জ হাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ডিয়ার, সেক্রেটারি আলম পারভেজ, লিটন, মেহেদী হাসান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মজিদ ফরাজী।
দোয়া পরিচালনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।