মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
জাতীয় রাজনীতির বরিষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোড়েলগঞ্জের আমতলা বাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মোড়েলগঞ্জ-শরণখোলা ধানের শীষের এমপি প্রার্থী সোমনাথ দে। বিশেষ অতিথি ছিলেন দৈবগঞ্জ হাট ইউনিয়ন উত্তরাধিকারী সভাপতি ডাঃ মিজানুর রহমান ডিয়ার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ পৌরসভার নেতৃবৃন্দ মজিদ, জব্বর, আসাদুজ্জামান লিটন, বাবুল ভাই, ফকির রাসেল সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। শোক বক্তৃতায় বক্তারা বেগম খালেদা জিয়ার জীবনের অবদান স্মরণ করেন এবং তার পরিবার, দল ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানান। তারা দেশবাসীর জন্য শান্তি ও ঐক্যের আহ্বান জানান এবং মহান নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানটি আয়োজন করেন সিংগাপুর তাতি দলের সভাপতি ও বাগেরহাট জেলা যুবদলের সদস্য কবির হাওলাদার।