মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ১৮ই আগষ্ট বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়,পরে পুকুরে বিভিন্ন প্রকার পোনা মাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর সভাপতিত্বে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই সবুজ, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, সিরাজগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো: সোহরাওয়ার্দী হোসেন। বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা ছাত্র সমন্বয়কের আহবায়ক মুসা হাসেমী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রানা ইসলাম, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মৎস্য চাষে বিশেষ অবধান রাখায় বিশেষ ব্যাক্তিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও ছাতা পুরস্কার দেন অনুষ্ঠানের সভাপতি আফরিন জাহান।