মো: সোহরাওয়ার্দী হোসেন ব্যুরো প্রধান রাজশাহী
সিরাজগঞ্জের বেলকুচিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়। বুধবার দুপুরে ২৩শে জুলাই বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সোহাগপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ নূরুল ইসলাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন এবং পুরস্কার প্রাপ্ত মেধাবী ছাত্র ছাত্রীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় অসংখ্য নিহত ও আহত ছাত্র ছাত্রীদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।