মোঃ হাসমত আলী ;
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
বেলকুচি উপজেলার মুকুন্দগাতি এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অবশেষে চালু হলো বহুল প্রত্যাশিত সিএনজি স্ট্যান্ড। বেলকুচির অধিকাংশ রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ধারাবাহিক আন্দোলন, স্মারকলিপি প্রদান এবং মানববন্ধনের ফলশ্রুতিতে এ উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান আনুষ্ঠানিকভাবে সিএনজি স্ট্যান্ডটির শুভ উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে এনসিপিও (NCPO) কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং মাঠপর্যায়ে কাজ করে গেছে।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যানজট নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি জমা দেয়। একইসঙ্গে সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ আরও কয়েকটি রাজনৈতিক ও সামাজিক দলও স্মারকলিপি প্রদান ও কর্মসূচি পালন করে।
সিএনজি স্ট্যান্ড চালু হওয়ায় মুকুন্দগাতি এলাকায় সড়কে অবৈধভাবে যানবাহন দাঁড়ানো বন্ধ হবে এবং বেলকুচিবাসী দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি থেকে অনেকটাই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার সভাপতি আব্দুল আলী, সহ-সভাপতি মোহাম্মদ সালমান সাদী, সাধারণ সম্পাদক আবু মুসাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, জনদাবির প্রতি প্রশাসনের ইতিবাচক সাড়া বেলকুচিবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বেলকুচির জনস্বার্থে এ ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।