মঠবাড়ীয়া উপজেলা বিশেষ প্রতিনিধি;
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিমখানা, মাদ্রাসার লিল্লাহবোর্ডিংয়ে চামড়া সংরক্ষণের জন্য সরকারীভাবে বিনামূল্যে লবন বিতরণ করার সিদ্ধান্ত মোতাবেক আজ বুধবার (০৪জুন,২০২৫)পিরোজপুরের মঠবাড়ীয়ায় সকাল ১১টায় কে,এম লতিফ সুপার মার্কেটের কাঠ বাজারে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম এর উপস্হিতিতে মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মধ্যে বিনামূল্যে লবন বিতরণ করেন। উক্ত লবন বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার সফিকুল ইসলাম, টিকিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: লাবু মৃধা, মঠবাড়ীয়া এএম টিভি'র প্রতিনিধি ও মঠবাড়ীয়া সাংবাদিক সমিতির সভাপতি মো: ইসমাইল হোসেনসহ মাদ্রাসা ও এতিমখানার প্রধানগণ।
উপজেলা নির্বাহী অফিসার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রতি বছর বিভিন্ন মাদ্রাসায় ও লিল্লাহবোর্ডিংয়ে চামড়া সংরক্ষণ করে থাকে।বর্তমানে চামড়ার দাম কম থাকায় যথয়যথ মূল্যে না পাওয়ায় এ বছর সরকারীভাবে লবন বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সিদ্ধান্তের ধারাবাহিকতায় মঠবাড়ীয়া উপজেলায় বিভিন্ন এতিমখানা,মাদ্রাসার লিল্লাহবোর্ডিংয়ে ১২টন লবন বিতরণ করা হয়।