মোঃ আঃ কুদ্দুস খান
মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় গ্রাম পুলিশ ও দফাদারদের আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন বিধি প্রতিপালন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি গ্রাম পুলিশ ও দফাদারদের উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, গ্রাম পর্যায়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপরাধমূলক কার্যকলাপ কিংবা নির্বাচন সংক্রান্ত অনিয়মের বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত গ্রাম পুলিশ ও দফাদাররা ইউএনওর দিকনির্দেশনাকে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।