মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিবিধি,মঠবাড়ীয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,২০২৬ এর সদ্য রেজিষ্ট্রেশনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টী (এনসিপি) হতে পিরোজপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মাগাদী আজ ২১ নভেম্বর,২০২৫ সকাল ১১.০০টায় মঠবাড়ীয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন।উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন মঠবাড়ীয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জামান আবির । সকল সাংবাদিক সংস্হার অধিকাংশ সাংবাদিকগণ উপস্হিত ছিলেন। এনসিপি হতে মনোনয়ন প্রত্যাশী আজকের সম্মেলনের প্রধান অতিথি তার পরিচয় প্রধান করে বলেন,তার নাম ড. শানীম হামদী। তিনি ঢাকা একটি বিশ্ববিদ্যালয়ে চাকুরী করেন। তার গ্রামের বাড়ী ধানীসাফা ইউনিয়নে। জুলাই,২০২৪ এর পূর্বে তেমন কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল না। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের ১৭ বছরে শাসন আমলের গুম,খুন,অর্থ পাচারসহ বিভিন্ন অপকর্মের কারনে জুলাই,২৪ ছাত্র জনতার আন্দেলনে অংশ গ্রহণ করেন এবং নূতন প্রতিষ্ঠিত দল এনসিপি,র সাথে সম্পৃক্ত হয়। তার শৈশব ও কৈশোরে বেড়ে উঠা মঠবাড়ীয়ার উন্নয়ন,মাদকমুক্ত সমাজ গঠন,শিক্ষা, স্বাস্হ্য,কৃষির উন্নয়মের জন্য কাজ করার ইচ্ছা নিয়ে তিনি ত্রয়োদশ জাতী সংসদ নির্বাচনে এনসিপি হতে সাপলা কলি প্রতীকের মনোয়ন প্রত্যাশী। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তার বক্তব্যে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।