মঠবাড়ীয়া বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়ীয়া বুধবার (২৫জুন,২০২৫) বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। দিবসের প্রতিপাদ্য " গাছ লাগাও,পরিবেশ রক্ষা কর '' এই শ্লোগান সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার, মঠবাড়ীয়া আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্হতিতে এক বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ওসি(তদন্ত) আ: হালিম বক্তব্যে রাখেন। বক্তারা পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং সকলকে গাছ লাগানোর আহবান জানান।