মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়ীয়ায় আজ মঙ্গলবার ০৭ অক্টোবর,২০২৫ সমাজ সেবা বিভাগের তত্বাবধানে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার,মঠবাড়ীয়া আব্দুল কাউয়ূম এর নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ হতে আরম্ভ করে উপজেলা পরিষদ কম্পাউন্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়। র্যালীতে উপস্হিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার,মঠবাড়ীয়া মো: সফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার মো: আইউব আলী হাওলাদার,সাংবাদওক সোহেল আমিন ও রিক প্রতিনিধিবৃন্দ।উপজেলা নির্বাহী অফিিসার তার বক্তব্যে বলেন,নবীন থেকে প্রবীন হতে হয়।আজকে যিনি নবীন আগামীদিন তিনি প্রবীন।প্রবীন সকলকে হতে হবে। প্রবীনদের অবহেলা করা যাবে না। নবীন ও প্রবীনদের নিয়ে আমাদের সকলের চলতে হবে।