মোঃ আঃ কুদ্দুস খান
মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি;
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জামে মসজিদের পাশে একটি লিচু গাছের চারা রোপণ করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার।
এ সময় ইউএনও আকলিমা আক্তার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ মঠবাড়ীয়া গড়ে তুলতে সবাইকে বেশি বেশি করে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে।”
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।