মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি,মঠবাড়ীয়া।
পিরোজপুরের মঠবাড়ীয়া বহেরাতলা মন্নান কবির বিদ্যালয় সংলগ্ন খাল হতে দু'দিন নিখোঁজের পর হ্রদয় (১৭) নামের অটোচালকের লাশ স্হানীয় পুলিশ উদ্ধার করেন। হ্রদয় গুলিসাখালী ইউনিয়নের ১নং কবুতরখালী গ্রামের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের পুত্র। খোজঁ নিয়ে জানা যায়, হ্রদয় প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার অটোনিয়ে বেড় হলে সন্দ্যারপর হ্রদয় নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে সন্দ্যান না পেয়ে থানায় নিখোঁজ জিডি করেন। পরের দিন ভোরবেলা দূর্বৃত্তরা তার পরিবারের নিকট মুক্তিপণ দাবী করেন। পুলিশ দু'দিনেও খোঁজ করে না পাওয়ায় আজ সন্দ্যায় বহেরাতলা হতে লাশ উদ্ধার করেন।