মাদারীপুর জেলা প্রতিনিধি :
মুন্সী ফরহাদ হোসেন;
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ২১ মে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষে নিচ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে ভোটকেন্দ্রে যাচ্ছে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সারঞ্জাম, মোতায়েন করা হয়েছে অসংখ্য বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। পুলিশ সুপার মাদারীপুর মাসুদ আলম সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে নানান দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
এদিকে জেলা প্রশাসক মাদারীপুর, মারুফুর রশীদ খান নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হওয়ার আশ্বাস দিয়েছেন।
কালকিনি উপজেলা নির্বাচন অফিসার এশিয়ান টেলিভিশনকে জানিয়েছেন তার উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ আটাশি হাজার পাঁচশত চুয়ান্ন জন। তার মধ্যে পুরুষ ভোটার - আটানব্বই হাজার পাঁচশত বাহাত্তর, নারী ভোটার সংখ্যা - উননব্বই হাজার নয়শত চুরাশি এবং হিজড়া ভোটার একজন এবং ৭৩ ভোটকেন্দ্রে ৪৫৪ টি বুথের ব্যাবস্থা করা হয়েছে, তিনি আরো জানান কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোন ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র নেই। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা বদ্ধপরিকর।
০১৭৯৫৭২৮৩৭২
২০/ ০৫/২০২৪