মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ইয়ামিন মীর (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৮। একই সঙ্গে আত্মসাৎ করা ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। গতকাল ২ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে মাদারীপুর সদর থানার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়ামিন মীর মাদারীপুর জেলার কালকিনি থানার কালুইমারা গ্রামের মৃত সিদ্দিক মীরের ছেলে।
র্যাব জানায়, ইয়ামিন মীর ও তার মা নাজমা (৫৩) মাদারীপুর সদর থানার পাকদী মোল্লা বাড়ি এলাকার আমির হোসেন মোল্লার গ্যারেজ থেকে দৈনিক ভাড়ায় অটো রিকশা চালাতেন। গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে নাজমা তার ছেলে ইয়ামিনকে জিম্মাদার করে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি ‘বোরাক’ ইজিবাইক ভাড়া নেন। পরদিন ২৯ নভেম্বর সকালে ইয়ামিন ইজিবাইকটি নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি।
ইজিবাইকটি ফিরে না পাওয়ায় মালিক আমির হোসেন গত ২ ডিসেম্বর মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল গতকাল রাতে মোস্তফাপুর এলাকা থেকে ইয়ামিন মীরকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবচর থানার যাদুয়ারচর গাছী বাড়ি এলাকা থেকে আত্মসাৎকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।