মুন্সী ফরহাদ হোসেন : মাদারীপুর জেলা
মাদারীপুরে বিপুল পরিমাণ ইয়াবা, হিরোইন ও নগদ টাকাসহ জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ ১৫টি মামলার আসামি পল্টু আকাশকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৭ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকাশ ফকির ওরফে পল্টু আকাশ পূর্ব রাস্তি এলাকার মৃত পল্টু ফকিরের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ এহতেশামুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে ডিবি এবং সদর থানা পুলিশের একটি যৌথ টিম পশ্চিম রাস্তি এলাকায় আকাশের ভাড়া বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ ছাদের টিন কেটে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে আকাশের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:৪০০ পিস ইয়াবা ট্যাবলেট। ১০০ পুরিয়া (১০ গ্রাম) হিরোইন। মাদক বিক্রির নগদ ৬৭,১০০ টাকা।
মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন।
মাদারীপুর জেলা পুলিশ জানায়, আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়ে জেল খেটেছে। নতুন করে মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।