মাদারীপুর জেলা প্রতিনিধি;
মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাফেজ মাওলানা ইমরুল কায়েসকে আহ্বায়ক এবং হাফেজ মো. মাসুদুর রহমানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের বাসভবনে এক সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
জেলা ওলামা দলের আহ্বায়ক শরীফ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. কুতুবউদ্দিন মাতুব্বর। যুগ্ম আহ্বায়ক শরীফ মো. সাইফুল ইসলাম নেছারি। ওলামা দল ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কমিটি ঘোষণা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।