শেখ সাজেদুল হক বোরাক)
রাজৈর প্রতিনিধি;
মাদারীপুরের মাটি আজ কথা বলছে! প্রতিটি জনসভা, প্রতিটি মিছিল, প্রতিটি পদযাত্রা প্রমাণ করে— মাদারীপুর-২ আসনে একটাই আওয়াজ, একটাই প্রত্যাশা: মিল্টন বৈদ্যের বিজয়, ধানের শীষের বিজয়!
জনতার ঢল আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিচ্ছে, বিগত বছর গুলোতে জনাব মিল্টন বৈদ্যের (Milton Baidya) নিরালস পরিশ্রম, আত্মত্যাগ এবং জনগণের প্রতি তাঁর গভীর অঙ্গীকার আজ বাস্তবে রূপ নিচ্ছে। তিনি মাদারীপুরবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন। আজ আর কোনো সংশয় নেই! নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনসাধারণ— সবাই এক কণ্ঠে ঘোষণা করছেন: এই আসনে জাতীয়তাবাদী বিএনপির একমাত্র বিজয়ের কাণ্ডারি মিল্টন বৈদ্য!
গণতন্ত্রের রাজপুত্র, জনাব তারেক রহমানের প্রতি আমাদের বিনীত আহ্বান, জনগণের এই স্বতঃস্ফূর্ত রায়কে সম্মান জানান। এই সিদ্ধান্তই হবে ঐক্যের নতুন বার্তা, বিজয়ের অদম্য সূচনা!"আমরা চাই পরিবর্তনের সরকার, আমরা চাই জনগণের অধিকার।" আসুন, ধানের শীষে ভোট দিয়ে মাদারীপুরকে নতুন দিগন্তে নিয়ে যাই!মিল্টন বৈদ্য মাদারীপুরজাগছে রাজৈর জেগে উঠেছে ধানেরশীষ২০২৫ইং পরিবর্তনের সময় ঐক্যেরশক্তি জনগণেরআস্থার গণজোয়ার।