মোঃ আঃ কুদ্দুস খান, বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)।
“মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি” এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁর অনুপস্থিতিতে এবং সম্মতিক্রমে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত “মা ইলিশ সংরক্ষণ অভিযান” পরিচালিত হবে। এ সময় ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, অবৈধ কাজে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্ট জেলেদের জেলে কার্ড বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম বলেন, অভিযানের সময় কেউ অবৈধ কাজে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সভায় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ আঃ কুদ্দুস খান অভিযোগ করে বলেন, কিছু অসাধু চক্র প্রশাসন ও মৎস্য দপ্তরের গতিবিধি জেলেদের জানিয়ে দেয়, যার সুযোগে তুষখালী থেকে মাছুয়া নদীতে অবৈধভাবে জাল ফেলে ইলিশ নিধন করা হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরও জানান, মাঝে মাঝে অভিযানে নিয়োজিত ট্রলার বা নৌযানের চালকেরা জেলেদের খবর দিয়ে দেয়, কখন জাল পাততে সুবিধা হবে। এ ব্যাপারেও প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। সভায় উপজেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।