স্টাফ রিপোর্টার;
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশ (ডিবির) অভিযানে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় গফরগাঁওয়ের পাগলা থানাধীন খুরশিদ মহল ব্রীজের পশ্চিম পার্শ্বে টোল বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার আরো বলেন, রবিবার সন্ধ্যায় ডিবির ওসি ফারুক হোসেনের নেতৃত্বে এসআই রেজাউল আমীন বর্ষন, এসআই আলমগীর কবীর, এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় ফোর্সসহ গফরগাঁওয়ের পাগলা থানা এলাকার খুরশিদ মহল ব্রীজের পশ্চিম পার্শ্বে টোল বক্সের সামনে চেকপোষ্ট পরিচালনাকালে সন্দেহজনক একজন ব্যক্তিকে বিধি মোতাবেক দেহ তল্লাশী করে। এ সময় ঐ ব্যক্তির হেফাজত থেকে ১টি রিভলবার, ১টি একনালা বন্দুক, রিভলবারের ৪ রাউন্ড গুলি ও বন্দুকের ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার নাম হাবিবুর রহমান হবি। সে পাগলা থানার বিরুই গ্রামের মৃত সোলাইমান শেখের ছেলে।