স্টাফ রিপোর্টার;
"একতাই বল" এই শ্লোগানকে সামনে রেখে গত ১৭/৮/২৪ তারিখে ঢাকায় যুবকের ভুক্তভোগী পাওনাদার উত্তরণের সদস্যদের নিয়ে মাসিক সভার আয়োজন করা হয়। পরিচালকদের জেলে পুরে -- যুবকের হাজার কোটি টাকার সম্পদ তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও নেতাদের ছত্রছায়ায় লুটেরা বাহিনী দখল করে নেয়। এক যুগেরও বেশী সময় নির্যাতিত হয়ে পালিয়ে বেড়িয়েছেন কর্মী-দায়িত্বশীলগণ। যুবক পরিবারের দায়িত্বশীলদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে যুবকের সম্পদের ধারে কাছেও ভিরতে দেয়নি দখলদার বাহিনী।
গত ৫ আগষ্ট সরকার পতনের পর যুবকের ভুক্তভোগী কর্মী-দায়ীত্বশীলগণ সম্পদ উদ্ধারে এগিয়ে আসেন। ইতি মধ্যে আর টিভি ফিরে পাওয়ার জন্য মানববন্ধন করেন।
বে-দখল হওয়া নারায়ণগঞ্জ জেলার যুবকের কাঁচপুর প্রকল্পের জমির বৈধ মালিকগণ তাদের মালিকানার দাবী নিয়ে জানান দিয়ে আসেন।
যুবকের টাকায় কেনা রহমত মঞ্জিল, বিকে টাওয়ার, তেঁজগাওয়ের বাড়ী, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, আই এফ আই সি ব্যাংকের শেয়ার, টেলিবার্তা, ভেনাস মার্কেট, হ্যাচারি, ফার্মাসিটিউকাল কম্পানি ইত্যাদি সহ দেশের বিভিন্ন এলাকায় যুবকের জমি উদ্ধারের ব্যপারে দিক নির্দেশনা দেন যুবক কর্তৃপক্ষ।
উপস্থিত সদস্যরা যুবক পরিবারের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধ হয়ে সম্পদ উদ্ধারের কাজে অংশ নিয়ে দায় মুক্ত হওয়ার শপথ নেন।
উপস্থিত ছিলেন সর্ব জনাব হোসাইন আল মাসুম, সৈয়দ রাশেদূল হুদা চৌধুরী, এডভোকেট সোলায়মান খান, জনাব মাহফুজ রেজা, কমলা রানী দাস ও হেনা বেগম সহ আরো অনেকে।