রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:শরীফুল ইসলাম ;
মাদারীপুর জেলার রাজৈর থানার উপজেলা মিলনায়তনে রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ২০২৬ উপলক্ষে রাজৈর উপজেলা কর্মকর্তাবৃন্দ,সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার গণের সাথে (১৩ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম,জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মাদারীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এহতেশামুল হক,পুলিশ সুপার মাদারীপুর। তাছাড়া আরো উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান,রাজৈর উপজেলা নির্বাহী অফিসার ও আমিনুল ইসলাম রাজৈর থানা অফিসার ইনচার্জ।
র্যাব-৮ মাদারীপুর ও সেনাবাহিনী অফিসারদের সমন্বয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সেখানে তারা নির্বাচনী বিভিন্ন নীতিমালা তুরে ধরেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের কঠোর বার্তা দেন সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনী মূল লক্ষ্যে সেখানে তারা প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।