রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি ;
মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবন নির্মানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় ও নুন্দী গ্রামে অবস্থিত মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অফিসে অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুল। তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজৈর উপজেলার নুন্দী গ্রামে অবস্থিত মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মান প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযান চলাকালে জানা যায়, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মান প্রকল্পে অর্থের বিনিময়ে অপেশাদার ঠিকাদার নিয়োগ, নানা অনিয়ম দুর্নীতির কারণে ভবনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকা এবং মারুফ ইন্টারন্যাশনাল লিমিটেডের এ কাজে পূর্ব অভিজ্ঞতা নাই বলে অভিযোগ আনা হয়েছে। মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবন নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। অভিযোগে ভিত্তিতে এ ভবন নির্মানে পাইলিং থাকার কথা রয়েছে ৭০ ফিট অথচ দেওয়া হয়েছে ৩০ ফিট এবং পাই থাকার কথা রয়েছে ৫৪টি, সেখানে দেওয়া হয়েছে ৪৯টি। এটা বড় ধরনে অনিয়ম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুল বলেন, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মান প্রকল্পে অর্থের বিনিময়ে অপেশাদার ঠিকাদার নিয়োগ, নানা অনিয়ম দুর্নীতির কারণে ভবনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকা এবং মারুফ ইন্টারন্যাশনাল লিমিটেডের এ কাজে পূর্ব অভিজ্ঞতা নাই বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়গুলো টেকনিক্যাল বিষয়, ল্যাব টেষ্ট করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া প্রতিটি দপ্তরের বিরুদ্ধে আসা অভিযোগের ফাইলপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।