আজম খান
স্টাফ রিপোটার
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , সিরাজগঞ্জ (রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা) -৩ আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা মোঃ সাইদুল ইসলাম । তিনি সিরাজগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের ধর্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারুণ্যের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ: মনোনয়নপত্র জমাদানের সময় মাওলানা মোঃ সাইদুল ইসলাম জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি মোঃ নুরুল হক নুরের নেতৃত্বে তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন,"আমি বিশ্বাস করি, ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়ে এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। ইসলামের তরিকা স্বরূপ জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।" নির্বাচনী প্রচারণার প্রস্তুতি: মনোনয়নপত্র জমাদানের পরপরই মাওলানা মোঃ সাইদুল ইসলাম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করেন। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং আগামীর নির্বাচনে শক্তিশালী অবস্থান গড়ে তোলার আহ্বান জানান। তারুণ্যের উত্থান ও গণতান্ত্রিক আন্দোলন (রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গায়) এবারের নির্বাচনে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ বেশ আলোচিত হচ্ছে। তারুণ্যের প্রতিনিধি হিসেবে নিজের অবস্থান শক্ত করতে চান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, "তারুণ্য, অধিকার, সমৃদ্ধি ও জাতীয় স্বার্থ রক্ষায় আমি কাজ করব। জনতার ভোটে নির্বাচিত হয়ে রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ণ করব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, সমাজের মেহনতী খেটে খাওয়া শ্রেণীর মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবো , গরীবের হক গরীবের অধিকার ফিরিয়ে দিবো। বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত, স্মার্ট ও নিরাপদ রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা গড়তে আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে সিরাজগঞ্জ -৩ আসনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা ধর্ম সম্পাদক মাওলানা মো: ছাইদুর ইসলাম সৎ, যোগ্য ও নিষ্ঠাবান জনদরদী ও মেহনতী মানুষের পরম বন্ধু হয়ে উন্নয়নের আর্দশ স্থাপনে ব্যর্থয় প্রকাশ করেন। এ ব্যাপারে মুঠোফোনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ রাজশাহী বিভাগীয় ও সিরাজগঞ্জ জেলার প্রধান জনাব আলী আক্কাস সাহেব সহ সিরাজগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন জমা প্রদানে তাঁরা অবগত আছেন বলে জানান।