মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
রপসি নওগাঁর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ সদর উপজেলার দিঘীর পাড় এলাকায় অবস্থিত রামরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বিজয় দিবসের পবিত্র ও আনন্দঘন মুহূর্তে আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি,ডেন্টাল ও চক্ষু বিভাগে রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ক্যাম্পে এসে চিকিৎসাসেবা গ্রহণ করেন।আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবসেবার অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।