স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব:-
কক্সবাজার, ১৬ অক্টোবর ২০২৫,উখিয়া (পালংখালী ইউনিয়ন পরিষদ) ও রামু (খুঁনিয়াপালং এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ) এলাকায় বাস্তবায়িত “রোহিঙ্গা শরণার্থী ও পার্শ্ববর্তী সম্প্রদায়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা” প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার পরামর্শমূলক কর্মশালা ১৬ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় কক্সবাজারের কলাতলীস্থ হোটেল ইউনিরিসোর্টের (ষষ্ঠ তলা) কনফারেন্স হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদন, মূল অন্তর্দৃষ্টি, সুপারিশ, শিক্ষা ও ভবিষ্যৎ অ্যাডভোকেসি কৌশল শেয়ার করা। এই মূল্যায়ন পরিচালনা করেছে ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ (dRi), বাংলাদেশ, যা রোহিঙ্গা শরণার্থী ও প্রতিবেশী হোস্ট কমিউনিটির মধ্যে সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য প্রমাণভিত্তিক তথ্য প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শামসুদ দৌজা, যুগ্ম সচিব ও অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC), কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজা আখতার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনজিও সেল, কক্সবাজার এবং মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এবং ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ (dRi)। আলোচনা পরিচালনা ও কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন প্রদীপ কুমার রায়, যুগ্ম পরিচালক (প্রকল্প), DSK; অনিন্দ্য বড়াই, প্রধান, গবেষণা ও অপারেশনস, dRi; এবং ড. সাজ্জাদুল আলম, টিম লিডার (মূল্যায়ন) ও সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতা, কমিউনিটি ভিত্তিক সংগঠন, যুব প্রতিনিধি, এনজিও/আইএনজিও এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। তারা সহযোগিতা বৃদ্ধির, শান্তি প্রতিষ্ঠার এবং সামাজিক সম্প্রীতি জোরদারের মাধ্যমে টেকসই শান্তি ও সহনশীলতা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন।