স্টাফ রিপোর্টার;
নাটোরের লালপুরে ৭২০ পিচ ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে লালপুর থানা পুলিশ।বুধবার (১৭ই জানুয়ারি-২৪) রাত সাড়ে ৯ টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়ার শংকরপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।
আটককৃতরা হলেন,
দিয়ার শংকরপুর চর এলাকার রুবেলের স্ত্রী সুমি খাতুন(২৭),আকরামের ছেলে কাজল মন্ডল (২৫) ও শরিফ মন্ডলের ছেলে সুমাইল মন্ডল(২০)।
সূত্রে জানা যায়,
লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া বাজারে অবস্থান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লালপুর থানাধীন দিয়ারশংকরপুর চর গ্রামস্থ রুবেল মন্ডল এর বসতবাড়িতে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা হচ্ছে।
এ সংবাদের বিস্তারিত অফিসার ইনচার্জ লালপুর থানাকে অবহিত করে প্রত্যান্ত চর দিয়ার শংকরপুর (চর)গ্রামে মাদক ব্যবসায়ী রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুমি খাতুন,কাজল মন্ডল ও সুমাইল মন্ডল কে আটক করা হয় এবং অপর এক ব্যক্তি পলাতক আছে বলেও জানা গেছে। এ ব্যাপারে ঐ রাতেই তাদের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা রজু হয়।
এ বিষয়ে লালপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)নাছিম আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে নাটোর আদালতে পাঠানো হয়েছে।