মোঃ হাসমত আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থীর মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ হালিমুল হক মিরু তার আনারস প্রতীকে (৫৪৪২৯) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম লাভলু ,কাপ পিরিচ, প্রতিক নিয়ে পেয়েছেন (২৯৯৮৪) ভোট,এছাড়া ও মোঃ সাইফুল ইসলাম, (টেলিফোন ২২৬২৯) গোলাম সাকলাইন, (হেলিকপ্টার ১৫৩৯৭) মোঃ ইসমাইল হোসেন সুমন,(দোয়াত কলম ৯৬৫৬) মুস্তাক আহমেদ,(কৈ মাছ ৪৪৯৯) এ্যাড: হুমায়ূন আহমেদ, (মটর সাইকেল ৩০০৩) এবং মোঃ ইউনুছ আলী, ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১১৯৪ ভোট
ভাইস-চেয়ারম্যান পদে মোট প্রার্থীতা করেন ৪ জন মোঃ মাহবুব সোবাহান শেখ সজল মিন্টু, টিউবওয়েল প্রতিক নিয়ে (৭০০৬৪) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মারুফ হোসেন সুমন, তিনি (চশমা) প্রতিক নিয়ে পেয়েছেন ৫৭২৯৩ ভোট, এছাড়া মোঃ সাইফুল ইসলাম (তালা,৬১৬৮) মারুফ সরকার,(মাইক,৫৮৩৬)
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থীতা করেন ৩ জন , এর মধ্যে মোছাঃ লাবনী,কলস প্রতীক ৫৯৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমী সরকার বাবলা, হাঁস প্রতিক নিয়ে পেয়েছেন ৪২৭৬৮ ভোট, এবং মোছাঃ প্রিয়া, ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬৬৫৭ ভোট।
সরকারি রিটার্নিং অফিসার ও শাহজাদপুর নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এদিন রাত সাড়ে ১১টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে বেসরকারিভাবে তাদের ফলাফল ঘোষণা করে।
তিনি বলেন, বেসরকারিভাবে এ ৩ জন নির্বাচিত হয়েছেন, তিনি আরও বলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ শান্তি পূর্ন ভাবে হয়েছে।