জেলা প্রতিনিধি পটুয়াখালী;
২০০১ সালে বিএনপি সরকার গঠন করার পরে পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়নে অসহায় হতদরিদ্র মানুষের জন্য আবাসন প্রকল্পের আওতায় এ-ই ঘরগুলো তৈরি করে দেন। কিন্তু আঃলীগ শাসন আমলের দীর্ঘ ১৬ বছরে এই ঘর গুলোর কোন সংস্কার কাজ করা হয় নাই। জরাজীর্ণ এই ঘরগুলোতে এখনো মানুষ বসবাস করে তবে মানুষের মতো নয় জংলি জীব জানোয়ারের মত মানবতর জীবন যাপন করছে। অসহায় অসুস্থ চিকিৎসা বঞ্চিত সে-ই মানুষ গুলোর খোজ নেয়ার জন্য আজ ১৬/১১/২০২৫ রোজ রবিবার ছোট বিঘাই ইউনিয়নে আসছে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ।তিনি বলেন আগামিতে সরকার গঠন করতে পারলে এ- ই ঘর গুলো পুর্ন সংস্কার করা হবে।