সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে একদল দুর্বৃত্ত কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ছোট সগুনা গ্রামের অন্তত ৪০টি বাড়িতে শনিবার (১৫মার্চ) সন্ধা ৬টার দিকে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মোঃ আমজাদ প্রামানিক (৫০), যিনি এই হামলার শিকার হয়েছেন, বলেন— "আমার পুরো জীবন কষ্ট করে যা সঞ্চয় করেছিলাম, এক রাতে সব শেষ হয়ে গেল। আমার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওরা আমাদের সবাইকে বেঁধে ফেলে। আমার স্ত্রী চিৎকার করতে গেলে ওরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আলমারিতে যা ছিল, সব নিয়ে গেছে।"মোহাম্মদ আইয়ুব আলী প্রামানিক (৫৫) বলেন—"ওরা খুবই নিষ্ঠুর ছিল। আমার ছেলেকে মারধর করেছে, আমার নাতনিকে ভয় দেখিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারবে না।" এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, "লুটপাট বা ভাঙচুর হয়েছে এ ধরনের কোন তথ্য আমাদের কাছে নাই, তবে লুটপাট করার চেষ্টা করেছিল আমরা সেই মুহূর্তে প্রতিহত করেছি, আর এ ব্যাপারে আমাদের থানায় কোন অভিযোগও করা হয়নি।
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।