মো: সোহরাওয়ার্দী হোসেন;সিরাজগঞ্জ প্রতিনিধি ;
সিরাজগঞ্জ-৫ আসনে দলীয় প্রতীক পেলেন এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি মো: ফজলুল হক (ডনু)
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে প্রতিক বরাদ্দ অনুষ্ঠান শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ) এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (নৌকা) স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল ) আল মামুন (কাচি) বিএনএম মনোনীত প্রার্থী আব্দুল হাকিম (নোঙ্গর), এডভোকেট নাজমুল হুদা (গামছা) ও মো. ফজলুল হক (লাঙ্গল) প্রতিক বরাদ্দ পান।
মো: ফজলুল হক ডনু বলেন-
আমার বিশ্বাস জাতীয় পার্টির উপরে মানুষের আস্থা আছে, ও জাতীয় পার্টির লাংগল মার্কা জয় লাভ করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন এনায়েতপুর থানাকে উপজেলা রূপান্তর করা আমার প্রধান দায়িত্ব এবং সাধারণ মানুষের কাছে দোয়া এবং ভোট চান।
সিরাজগঞ্জের ৬টি আসনে বেলা ১১.১৫ মিনিটে শান্তিপূর্ণভাবে প্রতিক বরাদ্দ অনুষ্ঠান শেষ হয়।